শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

উন্নত শহরের মতো ট্রামলাইন হবে খুলনায়

প্রাথমিক পরিকল্পনায় চারটি রুট

সামছুজ্জামান শাহীন, খুলনা

যানজটমুক্ত আধুনিক শহর গড়ে তুলতে খুলনায় ট্রামলাইন নির্মাণের উদ্যোগ নিয়েছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। প্রাথমিকভাবে চারটি রুটকে বাছাই করা হয়েছে। এসব রুটে সড়কের একপাশে ট্রামলাইন স্থাপন করা হবে। যা দিয়ে নির্ধারিত সময় পরপর ধীরগতিতে হালকা ধরনের ইঞ্জিনসহ বগি চলবে। এতে যাত্রীরা সহজে কম খরচে গন্তব্যে যেতে পারবেন। কেডিএর পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ জানান, খুলনাকে হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে যেসব পরিকল্পনা নেওয়া হচ্ছে তার মধ্যে ট্রামলাইন অন্যতম। এরই মধ্যে ট্রামলাইনের জন্য রুট নির্ধারণ করা হয়েছে। প্রকল্প ব্যয় নিয়ে রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। ট্রামলাইনে ইঞ্জিনসহ বগির মূল্য নির্ধারণ ও চলাচলের সময় যেন শব্দদূষণ না হয় বিষয়টি খেয়াল রাখা হচ্ছে। জানা যায়, বিশ্বের পাঁচটি শহরকে ‘হেলদি সিটি’ হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যার মধ্যে খুলনা শহর একটি। এ ক্ষেত্রে নগরে সেবাদানকারী বিভিন্ন সংস্থার ভূমিকা কী হবে ও স্বল্পমেয়াদে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় এ জন্য উন্নয়ন পরিকল্পনা করা হচ্ছে।

কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল ইসলাম বলেন, খুলনা সিটিকে সমন্বিত প্ল্যানিংয়ের আওতায় এক প্ল্যাটফরমে আনা গেছে। অগ্রাধিকার ভিত্তিতে সেখানে প্রশস্ত সড়ক, চওড়া ফুটপাথ ও উন্নত শহরের মতো ট্রামলাইনের কথা ভাবা হচ্ছে। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে ফান্ড দেবে তা দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে। অন্যথায় কেসিসি, কেডিএ সড়ক ও জনপথ বিভাগ বা পানি উন্নয়ন বোর্ড এ প্রকল্পকে এগিয়ে নিয়ে যাবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান অধ্যাপক ড. মোস্তফা সারওয়ার বলেন, কলকাতাসহ বিশ্বের উন্নত অনেক শহরে ট্রামলাইন আছে। একে ঘিরে পর্যটন আকর্ষণও গড়ে তোলা যায়। একই সঙ্গে দূষণমুক্ত শহর গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, এখনই ট্রামলাইনের জন্য জায়গা চিহ্নিত করে সড়ক-ড্রেনের উন্নয়নকাজ করা উচিত। নইলে ভবিষ্যতে ট্রামলাইন স্থাপন নিয়ে জটিলতায় পড়তে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর