শনিবার, ৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্‌বান আইনমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্‌বান আইনমন্ত্রীর

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, পদ্মা সেতু বাংলাদেশের মানুষের অর্থে নির্মাণ করা হয়েছে। কারও কাছ থেকে টাকা নিতে হয়নি। বাংলাদেশের অর্থনীতির মানচিত্র বদলে গেছে। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে। গতকাল আখাউড়া রেলস্টেশন চত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন বা পরিবর্তন করার বিষয়ে সরকারের পরিকল্পনা আছে কিনা প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, আপনারা কিছু দিনের মধ্যে দেখতে পারবেন। করোনাভাইরাসের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, সে যুদ্ধে আমরা জয়ী হয়েছি।  তিনি সবাইকে করোনাভাইরাসের টিকা নেওয়ার আহ্‌বান জানান। আইনমন্ত্রী বলেন, সবাই মিলে শেখ হাসিনার সঙ্গে থাকি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ পাল্টে যাবে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।

এটা শেখ হাসিনার পরিশ্রম ও আপনাদের সহযোগিতায় হয়েছে। এ সময় আইন সচিব গোলাম সারোয়ার, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্‌বায়ক জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ- আলম, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, ঢাকার গুলশান অঞ্চলের সাব-রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ঢাকা থেকে ট্রেনে সকাল সোয়া ১০টায় আখাউড়া রেলস্টেশনে আসেন।

সর্বশেষ খবর