রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

চিরকুট লিখে আত্মহত্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। নাইমুল হাসান নামের ওই শিক্ষার্থী আত্মহত্যার আগে লিখে যান একটি চিরকুট। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে খাগড়াছড়ির নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। চিরকুটে নাইমুল হাসান লিখে গেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। ডারউইন বলেছিলেন, surrvival for fittest, but I not even fit.  আমার জন্য কেউ কখনো কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়েন।’ তিনি আরও লিখেছেন, ‘আম্মু আমাকে মাফ করে দিয়েন, লিমনের খেয়াল রাখিয়েন। আব্বু আমাকে সফল করার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন, আমি পারিনি, তাই ক্ষমাপ্রার্থী।’ তার প্রতিবেশী ও বন্ধু মো. আরমান জানান, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিল নাইমুল হাসান। গ্রামের বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলার সোনাইপুল গ্রামে। বাবা মো. কামাল হোসেন সরকারি কর্মকর্তা।  মো. আরমান বলেন, পারিবারিক কোনো সমস্যা ছিল না। মানসিক টেনশনের কারণে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনীর অফিসার পদে দুবার ও মেডিকেলে ভর্তির জন্য দুবার চেষ্টা করেও সফল হয়নি নাইমুল। এ জন্য মানসিকভাবে বিপর্যস্ত ছিল সে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর