রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

কলকাতায় ‘বজ্রকণ্ঠের আহ্বান’ মিউজিক ভিডিও উন্মোচন

কলকাতা প্রতিনিধি

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো ‘বজ্রকণ্ঠের আহ্বান’ মিউজিক ভিডিও। গতকাল ভার্চুয়াল মাধ্যমে এটির উন্মোচন করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ স্মরণে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন ‘বজ্রকণ্ঠের আহ্বান’ (দ্য কল ফর ফ্রিডম) শীর্ষক মিউজিক ভিডিও নির্মাণ করেন।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের উপ-হাইকমিশনার তৌফিক হাসানের তত্ত্বাবধানে উপ-হাইকমিশনের সবার অংশগ্রহণে নির্মিত মিউজিক ভিডিওটির গীতিকার শুভদ্বীপ চক্রবর্তী এবং সুরকার ও কণ্ঠশিল্পী চিরন্তন ব্যানার্জি। মিউজিক ভিডিওটির সার্বিক সমন্বয়, কোরিওগ্রাফি ও ভিডিও সম্পাদনা করেছেন উপ-হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মিজ শামীমা ইয়াসমীন স্মৃতি।

মিউজিক ভিডিও উন্মোচনকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব রক্তচক্ষুকে উপেক্ষা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চে যে অবিস্মরণীয় ভাষণ দিয়েছিলেন মূলত সেটিই ছিল বাঙালি জাতির মুক্তির সনদ।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর