সোমবার, ৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

দেড় লাখ খুদে কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ....’ খুলনায় স্বাস্থ্যবিধি মেনে জুম ওয়েবিনারের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার ১৫১ খুদে শিক্ষার্থীর কণ্ঠে উচ্চারিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। তাদের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও কালো মুজিবকোট। শিক্ষার্থীরা লাল-সবুজ জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে  শপথ নিলেন বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার। গতকাল ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে খুলনায় ব্যতিক্রমী এ আয়োজন করে খুলনা জেলা প্রশাসন। প্রধান অতিথি হিসেবে জুম ওয়েবিনারে যুক্ত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

 তিনি বলেন, খুলনায় দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় লাখ খুদে শিক্ষার্থীকে দিয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপনা ব্যতিক্রমী আয়োজন।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

জানা যায়, ঢাকায় কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে মিল রেখে বেলা ৩টা ১৯ মিনিটে খুদে শিক্ষার্থীরা এক সঙ্গে বঙ্গবন্ধুর ভাষণ উপস্থাপন করে। খুলনার বয়রা মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১৫১ জন শিক্ষার্থী ও একই সঙ্গে জুম ওয়েবিনারের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় লাখ শিক্ষার্থী অংশ নেয়। চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরামের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর