সোমবার, ৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে দেওয়া বক্তব্যের জন্য মিনুর দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমার বক্তব্যের জন্য যারা ব্যথিত ও মর্মাহত হয়েছেন, আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। কোনো ব্যক্তিবিশেষ বা গোষ্ঠীবিশেষকে উদ্দেশ্য করে আক্রোশমূলক বক্তব্য প্রদান করা আমার স্বভাববহির্ভূত। তাই সবাইকে আমার বক্তব্যে ষড়যন্ত্র না খোঁজার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’ গত ২ মার্চ রাজশাহীর সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়া রাজপথে থেকে দেশনেত্রী হয়েছেন। তাকে বের করে আনব, মুক্তি চাই না।

হাসিনা রেডি হও, আজ সন্ধ্যার সময়, কাল সকাল তোমার নাও হতে পারে। মনে নেই পঁচাত্তর সাল?’ মিনুর এমন বক্তব্যে আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তার বিরুদ্ধে মামলার হুমকি দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর