সোমবার, ৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

আইনমন্ত্রীর উপস্থিতিতে সংঘর্ষের ঘটনায় মামলা গ্রেফতার ৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের উপস্থিতিতে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। পুলিশ এই মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলো- রাসেল, সুমন, হৃদয় খান, সালাউদ্দিন, রবিন মিয়া ও কাইয়ুম। তাদের সবার বাড়ি কসবা পৌর এলাকায়। তাদের গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, গত শুক্রবার কসবা উপজেলা অডিটোরিয়ামে স্মার্ট আইডি কার্ড বিতরণ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করতে আসেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী। অনুষ্ঠানস্থলে তার আসার আগেই বেলা ১১টার দিকে কসবা পৌরসভার বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল ও সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি এমএ আজিজের সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা পরিষদে প্রবেশের সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিকে ১১.২৫ মিনিটের দিকে আইনমন্ত্রী মিলনায়তনে উপস্থিত হন। স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন করেন। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষের প্রেক্ষিতে বিব্রত হয়ে মঞ্চ থেকে নেমে নিজ গ্রামের বাড়িতে চলে যান আইনমন্ত্রী। এরপর শুরু হয় ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর