সোমবার, ৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

করোনাভাইরাস প্রতিরোধে এগিয়ে নারীরা

২৪ ঘণ্টায় ১১ মৃত্যু, শনাক্ত ৬০৬

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাস সংক্রমণের এক বছর পূর্ণ হলো আজ। এক বছরে দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ লাখ ৩ হাজার তিনজন। মারা গেছেন ৮ হাজার ৪৬২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ জনের ও সংক্রমণ শনাক্ত হয়েছে ৬০৬ জনের দেহে। এই সময় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, করোনা সংক্রমণে গড়ে নারীর চেয়ে তিনগুণ বেশি মারা যাচ্ছে পুরুষ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে নয়জন ছিলেন পুরুষ ও দুই জন নারী। গত বছরের মার্চে দেশে করোনা সংক্রমণ শনাক্তের পর থেকে গতকাল পর্যন্ত ৭৫ দশমিক ৬০ ভাগ মৃত্যু হয়েছে পুরুষের। নারীর মৃত্যুহার ২৪ দশমিক ৪০ শতাংশ। এই এক বছরে করোনায় পুরুষ মারা গেছে ৬ হাজার ৩৯৭ জন ও নারী মারা গেছে ২ হাজার ৬৫ জন। গতকাল পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ছিল ৯১ দশমিক ৪০ শতাংশ ও মৃত্যুর হার ছিল ১ দশমিক ৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৪ হাজার ৯২টি। এতে সংক্রমণ শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩০ শতাংশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর