মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

তরুণ উদ্যোক্তাদের সুযোগ দিতে কাজ করছে সরকার

প্রবাসীকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বর্তমান সরকার তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে দিতে কাজ করছে। এ লক্ষ্যে সিলেটে হাইটেক পার্ক স্থাপনের কাজ চলছে। সরকারের এ মহতী উদ্যোগ সফল হতে চলেছে। দেশের তরুণ উদ্যোক্তারা এখন বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। গতকাল সিলেট মহানগরের শাহি ঈদগাহ খেলার মাঠে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নারীদের জন্য সিলেটে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) চালু করা হয়েছে। এতে প্রশিক্ষণ নিয়ে নারীরা দক্ষ জনশক্তি হিসেবে বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছেন। ফলে বিদেশ যাওয়ার নামে দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হওয়া কমছে। অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে তিনজন নারী উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর