মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ২৩ মে পর্যন্ত পরীক্ষা নয়

নিজস্ব প্রতিবেদক

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ল্যাব ও সব ধরনের পরীক্ষা ২৩ মে পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। রবিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ব্যতীত সব ধরনের পরীক্ষা কার্যক্রম বন্ধ করা হলো। এ নির্দেশনা সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আবাসিক হল আগামী ১৭ মে খুলে দেওয়া হবে। ২৪ মে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে।

বিশ্ববিদ্যালয় খুলে ক্লাস শুরুর আগে সব ধরনের পরীক্ষা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর