মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

ঢাবিতে ভর্তির প্রক্রিয়া শুরু, বেড়েছে আসন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এদিকে এ বছর বিজ্ঞান অনুষদভুক্ত নতুন বিভাগ আবহাওয়া বিজ্ঞানে ১৫ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে। ফলে মোট আসন সংখ্যা পূর্বের ৭১১৮ হতে বৃদ্ধি পেয়ে ৭১৩৩ হবে। ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়ার উদ্বোধন শেষে উপাচার্য এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, এবারে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা দেশের সব বিভাগীয় শহরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলো ব্যবস্থাপনা করবে।

স্ব স্ব ইউনিটের সমন্বয়কারীরা এর মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন। পরীক্ষার্থী নিজের সুবিধা মোতাবেক কেন্দ্র পছন্দ করতে পারবে। তবে আবেদনকারীকে নিজ বিভাগীয় শহরকে কেন্দ্র হিসেবে বেছে নেওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। তিনি আরও জানান, আবেদনকারীরা পয়লা এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত সোনালী/জনতা/অগ্রণী/রূপালী ব্যাংকের যে কোনো শাখায় পরীক্ষার ফি জমা দেওয়ার পাশাপাশি অনলাইনে টাকা জমা দেওয়ার সুবিধা পাবে। যে কোনো মোবাইল পেমেন্ট সার্ভিস (যেমন, বিকাশ, নগদ, রকেট ইত্যাদি), ডেবিট ও ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে অনলাইনেই পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। ও/এ-লেভেল বা সমমানের বিদেশি ডিগ্রিধারীদের পরীক্ষার ফলাফলের নিরূপণের আবেদনও অনলাইনে গ্রহণ করা হবে। সমতা নিরূপণের আবেদন ১১ মার্চ ২০২১ তারিখ হতে গ্রহণ করা হবে।

ক, খ, গ ও ঘ ইউনিটে শিক্ষার্থীরা এমসিকিউ ৬০ ও লিখিত ৪০ নম্বর, মোট ১০০ নম্বরের পরীক্ষা দেবে। চ-ইউনিটের শিক্ষার্থীরা এমসিকিউ ৪০ নম্বরের পরীক্ষা দেবে। এর ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে মেধাক্রম অনুযায়ী ১৫০০ জন ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করবে।

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত জিপিএর ওপর ১০ ও মাধ্যমিকের প্রাপ্ত জিপিএর ওপর ১০, মোট ২০ নম্বর যোগ করে মেধাতালিকা তৈরি করা হবে। পরীক্ষার সময় ক, খ, গ ও ঘ ইউনিটের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট (এমসিকিউ ৪৫ ও লিখিত ৪৫ মিনিট) এবং চ ইউনিটের এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য যথাক্রমে ৩০ ও ৬০ মিনিট বরাদ্দ থাকবে।

শিক্ষার্থীদের জন্য নির্দেশনা : এবার শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের তথ্য, বর্তমান ঠিকানা ও মোবাইল ফোন নম্বর এবং মা-বাবার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক), স্ক্যান করা একটি ছবি, এসএমএস করার জন্য শিক্ষার্থীর টেলিটক, রবি, এয়ারটেল অথবা বাংলালিংক যে কোনো অপারেটরের একটি মোবাইল ফোন নম্বর থাকতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর