মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

অটোর নিবন্ধনসহ সাত দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ৪ হাজার অটোরিকশার দ্রুত নিবন্ধনসহ সাত দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে ট্রাফিক পুলিশের অতিরিক্ত মামলার জরিমানা বন্ধ করা, উবার-পাঠাওয়ের নামে মোটরসাইকেলে বেআইনি যাত্রীবহন বন্ধ, চট্টগ্রাম মহানগরের জন্য ৪ হাজার সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন প্রদান ও পার্কিং স্পট নির্ধারণ করা। ২৮ মার্চের মধ্যে এসব দাবি কার্যকর না হলে ৩০ মার্চ চট্টগ্রাম বিআরটিএ অফিস সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঘেরাও এবং এ কর্মসূচিতে বাধা দেওয়া হলে চট্টগ্রাম মহানগর ও জেলায় ৪৮ ঘণ্টা ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়।

শ্রমিকনেতা হাজী নাসির উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (চট্টগ্রাম ও সিলেট) বিভাগের সভাপতি মৃণাল চৌধুরী, ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, সহসভাপতি মো. বিপ্লব, যুগ্মসম্পাদক মো. সোলায়মান, সহসম্পাদক মো. ওমর ফারুক, অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মো. আলম, সিরাজুল ইসলাম, মো. কামাল ভান্ডারী, আমজাদ, হাজী মো. শফিকুল ইসলাম, মো. শাহ্ আলম, আবুল হোসেন, মো. মানিক, শাহীন কুতুবী, মো. জাহাঙ্গীর প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর