মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

নারীকে নিজের অধিকার আদায় করে নিতে হবে

সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, নারীকে তার চ্যালেঞ্জ মোকাবিলা করেই পুরুষতান্ত্রিক এই সমাজে নিজের অধিকার আদায় করতে হবে। কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, নারীসমাজকে ঐক্যবদ্ধ হয়ে সব প্রতিবন্ধকতা দূর করতে হবে। এ জন্য উচ্চশিক্ষার পাশাপাশি নারীকে কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বাংলাদেশ মহিলা বিজ্ঞানী সমিতির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. শাহিদা রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।

সাবেক এমপি বিলকিস ইসলাম, আইএসটির ডা. সালেহ মুহাম্মদ রফিক, রুনা রুকসানা খান, নুসরাত ফেরদৌস, তাসমি সুলতানা তমা প্রমুখ।

সেলিমা রহমান বলেন, আজকের বাংলাদেশ নারীদের জন্য নিরাপদ নয়। নারী নির্যাতন বাড়ছেই। ধর্ষণের শিকার হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু সরকারের উদাসীনতায় এবং আইনের নানা ফাঁকফোকরে ধর্ষক ও নির্যাতকরা পার পেয়ে যাচ্ছে। একসঙ্গে সব নারীকে আওয়াজ তুলতে হবে। নারীদের অবশ্যই তাদের ভয়েস রেইজ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর