মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

বরিশালে পোশাক বিতানে লুটপাটে ৪০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের অভিজাত পোশাক বিতান টপ টেনের শো-রুমে হামলা-ভাঙচুর এবং লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে। টপ টেন ব্যবস্থাপক ইমরান শেখ বাদী হয়ে গতকাল দুপুরে পাঁচজনের নামোল্লেখসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে হামলা-ভাঙচুর এবং লুটের অভিযোগ আনা হয়েছে। ঘটনার সময় আটক পাঁচজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ কমিশনার। রবিবার বিকালে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের বিবিরপুকুরের উত্তর পাড়ে টপ টেন শো-রুমে মুখে মাস্ক এবং বাসন্তি রঙের পাঞ্জাবি পড়া মধ্য বয়সী এক ব্যক্তির নেতৃত্বে অর্ধ শতাধিক তরুণ প্রবেশ করে। তারা অস্বাভাবিকভাবে বিভিন্ন পণ্য ঝুড়িতে ঢুকাতে থাকে।

তাদের আচরণে কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় বিক্রয় কর্মীরা কাউন্টারে গিয়ে বিল পরিশোধ করতে বলেন। এ সময় তারা মহানগর ছাত্রলীগের শীর্ষ নেতার নাম বলে টপ টেন কর্মীদের ওপর হামলা চালায় এবং পণ্য লুট করে নিয়ে যায়। বিক্রয়কর্মীরা পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের মধ্যে কেউ কেউ ছাত্রলীগ নেতাদের সঙ্গে চলাফেরা করেন বলে বিভিন্ন ছবিতে প্রমাণ পাওয়া গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর