মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

ইউপি নির্বাচন পর্যবেক্ষণে আবেদন চেয়েছে ইসি

নিজস্ব প্রতিবেদক

ইউপি নির্বাচন পর্যবেক্ষণে আবেদন চেয়েছে ইসি

আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন চেয়েছে নির্বাচন কমিশন। এ ধাপের নির্বাচন পর্যবেক্ষণ করতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাকে আগামী ১২ মার্চের মধ্যে নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদন করতে হবে। এক্ষেত্রে কোন নির্বাচনী এলাকা বা এলাকাসমূহে বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা আবেদনে উল্লেখ করতে হবে। তবে এ জন্য সংস্থার নিজস্ব প্যাডে আবেদন করতে হবে। আর আবেদনে এলাকাভিত্তিক পর্যবেক্ষকের তালিকা (পর্যবেক্ষকদের নাম ও এনআইডি নম্বর) হার্ড কপি ও সফট কপি নির্বাচন কমিশনের জনসংযোগ শাখায় জমাদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর