বুধবার, ১০ মার্চ, ২০২১ ০০:০০ টা

সূচক পতন তবু বেড়েছে শেয়ারবাজারে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সূচক পতন তবু বেড়েছে শেয়ারবাজারে লেনদেন

চলতি সপ্তাহের প্রথম দুই দিন শেয়ারবাজারে উত্থান ছিল। তৃতীয় দিনে এসে গতকাল সূচকের পতন হয়েছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে প্রায় তিন সপ্তাহ পর। মূলত বিক্রির চাপেই লেনদেনের পরিমাণ বেড়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কমেছে ১৩ পয়েন্ট। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬ পয়েন্ট। লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট কমে ৫ হাজার ৫৯১ পয়েন্টে নেমে যায়। দিনভর লেনদেন হয়েছে ১ হাজার ৪৩ কোটি ৩৮ টাকা। আগের দিন লেনদেন হয় ৭২১ কোটি ৫১ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে পতনের তালিকায় স্থান করে নিয়েছে ১৫৭টি। আর ১২১টির দাম অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১৪২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২ টাকা ৫০ পয়সা বেড়ে কোম্পানিটির শেয়ার দর হয়েছে ৮৪ টাকা ৪০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা রবির ১২৯ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৮১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৫৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৩টির দাম বেড়েছে।

 বিপরীতে দাম কমেছে ৯৬টির এবং ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে।লুব-রেফের লেনদেন শুরু ৪০.৫০ টাকায় : প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে। গতকাল প্রথম দিনে কোম্পানিটির শেয়ার দর ৪০.৫০ টাকায় শুরু হয়েছে। জানা গেছে, প্রথম দিন কোম্পানিটির শেয়ার দর ১৩.৫০ টাকা বা ৫০ শতাংশ বেড়ে ৪০.৫০ টাকায় দাঁড়ায়। কোম্পানিটির প্রতিটি শেয়ার আইপিওতে আবেদনকারীদের মাঝে ২৭ টাকায় বিক্রি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর