বুধবার, ১০ মার্চ, ২০২১ ০০:০০ টা

বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ চান নারী উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক

করোনায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের জন্য ২০২১-২২ অর্থবছরের বাজেটে এসএমই সেক্টরে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)। সংগঠনটি নারী উদ্যোক্তাদের জন্য আরও ১০টি প্রস্তাব দিয়ে বলেছে, করোনাভাইরাস সংক্রমণের কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যবসা ক্ষেত্রে কঠিন সময় পার করছেন। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনা সভায় এ প্রস্তাব তুলে ধরেন বিডব্লিউসিসিআই সভাপতি সেলিমা আহমাদ এমপি। তিনি বলেন, আগামী বাজেটের জন্য দেওয়া ১০টি প্রস্তাবের মধ্যে সার্ভিস সেক্টরে নারী উদ্যোক্তাদের জন্য ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করা, ব্যক্তিগত আয়করসীমা ৩ দশমিক ৫ লাখের বদলে ৪ লাখ টাকা নির্ধারণ অন্যতম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর