বুধবার, ১০ মার্চ, ২০২১ ০০:০০ টা

উচ্চ করপোরেট কর বিদেশি বিনিয়োগে নিরুৎসাহ হচ্ছে

এনবিআরকে দেওয়া বাজেট প্রস্তাবে এমসিসিআই

নিজস্ব প্রতিবেদক

বিদ্যমান করপোরেট কর হারের কারণে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহ হচ্ছে বলে দাবি করেছে ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। সংগঠনটি বলেছে- দেশে কার্যকরি করপোরেট কর হার আরও অনেক বেশি। বিষয়টি আমাদের ব্যবসাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং বৈদেশিক বিনিয়োগ নিরুৎসাহিত করছে।  গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে বাজেট প্রস্তাবে এসব কথা বলেন এমসিসিআই সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। ব্যারিস্টার নিহাদ কবির বলেন, বর্তমানে করপোরেট কর হার ৩২.৫ শতাংশ। ইতিমধ্যে ৩৫ শতাংশ থেকে কমিয়ে বর্তমান হার নির্ধারণ করা হয়েছে। সেজন্য আমরা এনবিআরের প্রশংসা করছি। এখানে একটি বিষয়ে চেয়ারম্যানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, দেশে কার্যকরি করপোরেট কর হার আরও অনেক বেশি। আমাদের আমদানিতে কর দিতে হয়, মধ্যবর্তী বিভিন্ন প্রক্রিয়ায় কর দিতে হয় এবং সর্বোপরি ফিনিশড প্রোডাক্টেও কর দিতে হয়। এসব হিসাব করলে দেখা যায় যে, এই কর হার ৩২.৫ শতাংশ আর থাকে না, তা ক্ষেত্র বিশেষে ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত হয়ে যায়।

 বিষয়টি আমাদের ব্যবসাকে মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত এবং বৈদেশিক বিনিয়োগ নিরুৎসাহিত করছে। বিষয়টি সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য অনুরোধ করেন এমসিসিআই সভাপতি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর