বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ ০০:০০ টা

জ্যাকবের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পায়নি দুদক

নিজস্ব প্রতিবেদক

ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফলে জ্যাকবের বিরুদ্ধে থাকা অভিযোগ পরিসমাপ্ত করেছে সংস্থাটি। সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব বরাবর দুদকের পাঠানো এক চিঠিতে এমন তথ্য জানানো হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি চিঠিটি দুদকের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। এর আগে জ্যাকবের অবৈধ সম্পদের বিষয়ে অভিযোগ তুলে প্রতিবেদন প্রচার করেছিল একটি ইউটিউব চ্যানেল। দুদক বলেছে অভিযোগ অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় তা পরিসমাপ্ত করা হয়েছে।

এ বিষয়ে এমপি জ্যাকব জানান, গত বছর একটি ইউটিউবভিত্তিক চ্যানেল আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে। ওই খবরের ভিত্তিতেই দুদক অনুসন্ধান করেছে। একটি বিশেষ মহলের প্রতিহিংসা ও ষড়যন্ত্রের কারণে এমন সংবাদ প্রচার ও দুদকের অনুসন্ধান পরিচালিত হয় বলে জানান জ্যাকব।

জানা গেছে, অনলাইন মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করায় জ্যাকব গত বছর ১৪ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন। ওই মামলায় অনলাইন টেলিভিশনটির মালিক তপন চৌধুরী প্রায় এক বছর কারাভোগ করেন।

সর্বশেষ খবর