বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ ০০:০০ টা

দেশে বিশ্বমানের মিডিয়া ইনস্টিটিউট দরকার

-সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে একটি বিশ্বমানের মিডিয়া ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা দরকার বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। তিনি বলেন, মিডিয়া ইনস্টিটিউট তৈরিতে সরকার ও বেসরকারি খাত কী করতে পারে, সেটাও বিবেচনায় নিতে হবে। এখন সৃজনশীলতার সঙ্গে প্রযুক্তির সংযোগ ঘটাতে হবে। আসলেই বিশ্বমানের মিডিয়া ইনস্টিটিউট দরকার। এক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। আমরা সৃজনশীলতা বিকাশে সহায়তা দিতে পারলে, আমাদের দেশেও কান চলচ্চিত্র পুরস্কার পাবে। সৃজনশীল মিডিয়াতে বিশাল সম্ভাবনা রয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাল্টিপারপাস অডিটরিয়ামে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডি) উদ্যোগে ক্রিয়েটিভ মিডিয়া ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সালমান এফ রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস। এনএসডির নির্বাহী চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- ক্রিয়েটিভ মিডিয়া ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের সভাপতি শমী কায়সার। শুভেচ্ছা বক্তব্য দেন- মোহাম্মদ নাছির,  শফিকুর রহমান ভুঁইয়া ও সাব্বির রহমান তানিম।

 অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্র্তৃপক্ষের (এনএসডি) আইন হওয়ার পর এতে ব্যাপক আগ্রহ হয়েছে। আমাদের দক্ষতা উন্নয়ন খুবই প্রয়োজন। এক্ষেত্রে মিডিয়াকে সংযুক্ত করায় খুবই ভালো হয়েছে। এখন সৃজনশীলতার সঙ্গে প্রযুক্তির সংযোগ ঘটাতে হবে। সৃজনশীল মিডিয়া সব সময় প্রযুক্তির সঙ্গে এগিয়ে গেছে। গত ১৫ বছরে কিংবা করোনাকালে প্রযুক্তির যে বিকাশ হয়েছে, তার সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে। এ জন্য ডিজিটাল অবকাঠামো তৈরি হয়ে আছে। আসলে অনুকূল পরিবেশ তৈরি হলে, বাংলাদেশিরা সবকিছুই পারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, অ্যানিমেশনের বিশাল বাজার রয়েছে। এর সঙ্গে সৃজনশীলতা ও তথ্য-প্রযুক্তির সংযোগ করতে হবে। এ কাজ যারা করছেন, তাদের অর্থনৈতিক সহযোগিতা করতে চাই। আমরা নেটফ্লিক্সের মতো একটি মাল্টিমিডিয়া প্ল্যাটফরম করতে চাই।

সর্বশেষ খবর