বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ ০০:০০ টা

পোশাক ও ওষুধ শিল্পে নেতিবাচক প্রভাবের শঙ্কা সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক

এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটলে বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধ শিল্পে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে এলডিসি থেকে উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশ যেসব সমস্যার মুখোমুখি হবে তা সমাধানে আগেভাগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্থাপিত কর্মপরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের সুপারিশ করে কমিটি। এ ছাড়া রাষ্ট্রদূতদের নেতৃত্বে পৃথিবীর যে কোনো একটি বা দুটি দেশে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে অনাবাদি জমি চাষাবাদের বিষয়ে পাইলট প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ আশঙ্কা ও সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার, প্রিন্স মো. আবদুল মজিদ খান, নাহিম রাজ্জাক ও কাজী নাবিল আহমেদ বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে উন্নয়নশীল দেশে উন্নয়নের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

 আমরা উন্নয়নশীল দেশে উত্তরণে খুশি হচ্ছি। কিন্তু উত্তরণের ফলে যে প্রভাবগুলো পড়বে তা বিবেচনা করতে হবে। প্রভাবগুলো নিয়ন্ত্রণ করতে না পারলে বেকারত্ব বেড়ে যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বিক বিষয়ে পর্যালোচনার জন্য একটি কোর কমিটি গঠন করেছে বলে কমিটিকে জানিয়েছে।’

সর্বশেষ খবর