শুক্রবার, ১২ মার্চ, ২০২১ ০০:০০ টা

চাটখিল ও সোনাইমুড়ীতে মুজিববর্ষের শিক্ষাসামগ্রী পেল ৭ হাজার শিক্ষার্থী

নোয়াখালী প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মরণে রহমত উল্যা-আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় ২৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ হাজার শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে চাটখিল উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ উপলক্ষে ঈদগাহ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রহমত উল্যা-আজিজা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা- আইসিটি) নোমান হোসেন প্রিন্স, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মোসা, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর