শুক্রবার, ১২ মার্চ, ২০২১ ০০:০০ টা

চসিক মেয়রের সঙ্গে বিজিএমইএ প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে বিজিএমইএ নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল সকালে টাইগারপাসের অস্থায়ী ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিজিএমইএর প্রথম সহসভাপতি এম এ সালাম, সহসভাপতি এ এম চৌধুরী সেলিম ও অঞ্জন শেখর দাশ, পরিচালক মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন, এনামুল আজিজ চৌধুরী এবং প্রাক্তন প্রথম সহসভাপতি সাহাবুদ্দীন আহমেদ, চসিকের কাউন্সিলর ড. নেছার আহমেদ মঞ্জু, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন। মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের উন্নয়নের সঙ্গে যে সব সেবা সংস্থা সম্পৃক্ত এবং মেগা প্রকল্পগুলো যাদের হাতে রয়েছে, তাদের মধ্যে সমন্বয়হীনতায় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গতিশীলতা আসছে না। এক্ষেত্রে সমন্বয়ের দায়িত্ব নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মেয়রের ওপর বর্তায়। কিন্তু মেয়রের ক্ষমতা ও কর্তৃত্ব সীমিত।

তিনি বলেন, চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়ন চাই। এ জন্য তড়িঘড়ি করতে চাই না। যা কিছু করব তা স্থায়ীভাবে। সর্বসম্মত ও সমন্বিত সিদ্ধান্ত নিয়েই টেকসই উন্নয়ন করব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর