শুক্রবার, ১২ মার্চ, ২০২১ ০০:০০ টা

রংপুরে তামাকশিল্প বাঁচানোর দাবিতে চাষিদের অনশন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বিদেশি কোম্পানির আগ্রাসনের হাত থেকে দেশীয় তামাক শিল্প রক্ষার দাবিতে গতকাল রংপুরে অনশন কর্মসূচি পালন করেছেন তামাক চাষিরা। তামাক চাষি কল্যাণ সমিতির আয়োজনে সকালে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি শুরু হয়। অনশনকারীরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানান, বর্তমানে বিদেশি বিভিন্ন তামাক কোম্পানির আগ্রাসনে দেশীয় তামাক শিল্পের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। মুনাফা লুটকারী বিদেশি কোম্পানিগুলোর ষড়যন্ত্র ও সিন্ডিকেটের কাছে দেশীয় চাষিরা জিম্মি হয়ে পড়েছেন। কঠোর পরিশ্রম করেও তামাকের ন্যায্যমূল্য তারা পাচ্ছেন না।

তারা আরও জানান, এক সময় বৃহত্তর রংপুরসহ দেশে হাতেগোনা কয়েকটি কোম্পানি তামাক ক্রয় করত। তখন তারা ন্যায্যমূল্য পেত। কিন্তু বর্তমানে বিদেশি কোম্পানির চক্রান্তে প্রান্তিক চাষিরা অসহায় হয়ে পড়েছেন। অনশনে রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকার শতাধিক তামাক চাষি অংশগ্রহণ করেন। পরে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা আন্দোলনকারীদের স্যালাইন ও শরবত পান করিয়ে অনশন কর্মসূচি ভাঙান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর