শনিবার, ১৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে মৃত্যু আরেকজনের

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আরেকজন মারা গেছেন। গতকাল সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মিনহাজ নামে দেড় বছরের শিশুর মৃত্যু হয়। বিস্ফোরণে তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল। এর আগে বৃহস্পতিবার  দুপুরে  মিনহাজের বাবা মো. মিশাল (২৬) ও চাচা মাহফুজ (১৩) বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সূত্র জানায়, গত ৮ মার্চ রাতে ফতুল্লার মাজদাইল বাজার এলাকায় একটি বাড়ির ষষ্ঠতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। ওই রাতেই তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন বাকিরা হলেন- মিতা (২৪), আফসানা (৪) ও সাব্বির (১৬)। গ্যাস লাইন লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে দগ্ধদের স্বজনরা জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর