শনিবার, ১৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

সুদানে বাংলাদেশি নারী শান্তিরক্ষী দল প্রশংসিত

নিজস্ব প্রতিবেদক

সুদানে বাংলাদেশি নারী শান্তিরক্ষী দল প্রশংসিত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন আনমিসে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর নারী শান্তিরক্ষীরা আভিযানিক ও সামাজিক কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ এ মিশনের ফোর্স কমান্ডারের প্রশংসাপত্র অর্জন করেছেন। আইএসপিআর জানায়, আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী ২০১৯ সালের জানুয়ারিতে এ মিশনে ১৯ সদস্যের একটি নারী  কোম্পানি মোতায়েন করে। সেখানে নিয়োজিত নারী সেনারা বাংলাদেশ সেনা কন্টিনজেন্ট ব্যানব্যাট-৩-এ অন্তর্ভুক্ত। এ দলে রয়েছেন লে. কর্নেল মাসুমা তাসনিন, মেজর আফরোজা ফেরদৌসী শিল্পী, মেজর আফসানা তাজনীন এবং ১৩ জন নারী সৈনিক। তাঁদেরই প্রথম ফিমেল এনগেইজমেন্ট টিম হিসেবে সেখানে মোতায়েন করা হয়। মোতায়েনের পর থেকে তাঁরা কন্টিনজেন্টের সঙ্গে বিভিন্ন আভিযানিক ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন। নারী শান্তিরক্ষীরা  সংঘাতপূর্ণ এলাকায় সহিংসতার শিকার নারী ও শিশুদের সুরক্ষার কাজ করছেন। তারা স্থানীয় নারীদের সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য তাদের সঙ্গে মতবিনিময় সভা এবং বিভিন্ন বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজেদের সুরক্ষার পরামর্শ দিচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর