রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

আমাদের সমাজ ও রাষ্ট্রকে শোভন হতেই হবে

অর্থনীতি সমিতির সেমিনারে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

খ্যাতিমান অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত বলেছেন, সমাজকে শোভন হতেই হবে। এ কথার মানে আমাদের সমাজ ও রাষ্ট্র শোভন নেই। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য একটি শোভন সমাজ, শোভন সংস্কৃতি, শোভন জীবনবোধ, শোভন জীবনব্যবস্থা, শোভন অর্থনীতি, শোভন রাষ্ট্র বিনির্মাণে জ্ঞানভিত্তিক সহায়ক ভূমিকা পালন করা। গতকাল বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত অনলাইন আলোচনা সঞ্চালনা করতে গিয়ে এ কথা ভুলন সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত। তাঁর রচিত ‘বড় পর্দায় সমাজ-অর্থনীতি-রাষ্ট্র : ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন বাংলাদেশের সন্ধানে’ শীর্ষক বই নিয়ে ১৩ পর্বের সিরিজের প্রথম পর্বে ছিল এ অনলাইন আলোচনা। এতে প্যানেল আলোচক ছিলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির ইমেরিটাস অধ্যাপক ড. এ টি এম নূরুল আমিন, অস্ট্রেলিয়াপ্রবাসী তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ড. মিজানুর রহমান এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী কমিটির সহ আহ্বায়ক জামালউদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত এম আবদুল হান্নান, এ জেড এম সালেহ ও শেখ আলী আহমেদ টুটুল। অনলাইন আলোচনায় অর্থনীতি সমিতি জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান এবং জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল বারকাতের ২০ বছরের গবেষণার ফসল ‘বড় পর্দায় সমাজ-অর্থনীতি-রাষ্ট্র : ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন বাংলাদেশের সন্ধানে’ বইটি যৌথভাবে প্রকাশ করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি ও মুক্তবুদ্ধি প্রকাশনা। ৭৩৬ পৃষ্ঠার এ গ্রন্থটি সম্পর্কে অভিনন্দনবাণী দিয়েছেন রাজনৈতিক ভাষ্যকার ও ভাষাবিজ্ঞানী অধ্যাপক নোয়াম চমস্কি।

অর্থনীতি সমিতি জানায়, এ বইটি নিয়েই বড় দাগে ১৩টি ভার্চুয়াল আলোচনার বিষয়বস্তু হবে। এর মধ্যে রয়েছে ১. শোভন সমাজ ধারণা ২. শোভন সমাজ ও মূলধারার সামাজিক বিজ্ঞান ৩. দারিদ্র্য- বৈষম্য-অসমতা-শ্রেণি ৪. জনগণের স্বাস্থ্য ৫. শিক্ষা, বিজ্ঞান, প্রকৃতি ৬. কৃষি ৭. শিল্প ও শিল্পায়ন ৮. নারীর ক্ষমতায়ন ও শিশুর বিকাশ ৯. ধর্মভিত্তিক সাম্প্রদায়িকতা-মৌলবাদ-জঙ্গিবাদ ১০. সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতি ১১. বিশ্বায়ন ১২. শোভন সমাজ নির্মাণে রাষ্ট্র টাকা পাবে কোথায়; কালো টাকা, অর্থ পাচার এবং ১৩. শোভন সমাজের লক্ষ্যে জাতীয় বাজেট।

সর্বশেষ খবর