রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

রেলে জনবল নিয়োগ শিগগিরই : সুজন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বর্তমানে রেলে জনবল সংকট থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাত্রীসেবার মান বাড়ানো হচ্ছে। রেলসেবা ত্বরান্বিত করতে খুব শিগগিরই ১০-১৫ হাজার জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। গতকাল সকালে রাজশাহীর মনিবাজারে নানকিং দরবার হলে রেলওয়ে স্টেশনে কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রাজশাহী-আবদুলপুর পর্যন্ত ডাবল লাইন এবং পুরো রেল ব্যবস্থাকে ব্রডগেজ লাইনে রূপান্তরের কাজ চলছে। প্রতিটি জেলার সঙ্গে রেললাইনের সংযোগ থাকবে। ঈশ্বরদী-জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন করা হবে।  রেলের মহাপরিচালক ডি এন মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় রেলপথ সচিব মো. সেলিম রেজা, অতিরিক্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী, মহাপরিচালক (পশ্চিম) মিহির কান্তি গুহ, বাংলাদেশ ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর