রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

মোদি না যাওয়ার খবরে বরিশালে বিষাদের ছায়া

রাহাত খান, বরিশাল

বাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বরিশালের উজিরপুরে শ্রী শ্রী উগ্রতারা মন্দির পরিদর্শনে না আসার খবরে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিষাদের ছায়া নেমে এসেছে। পত্র-পত্রিকায় মোদির বরিশালে না আসার খবরে তাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত জেলার উজিরপুরের তারাবাড়ি ‘সুনন্দা শক্তিপীঠ মন্দির’ (শ্রী শ্রী উগ্রতারা মন্দির)। আগামী ২৭ মার্চ ভারতের রাষ্ট্রপ্রধানের এই মন্দির পরিদর্শনের কর্মসূচি ছিল। কিন্তু গত ৩১ জানুয়ারি ওই মন্দিরের ৩০ ভরি স্বর্ণালঙ্কার চুরি এবং মন্দিরের আঙিনায় জায়গা স্বল্পতার কারণেই মোদির সফরসূচি থেকে বরিশাল বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হিন্দু ধর্মাবলম্বী নেতারা।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমল কুমার দাস বলেন, নরেন্দ্র মোদির উজিরপুর সফর ঘিরে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছিল। তিনি পরিদর্শনে এলে মন্দিরটির আরও উন্নতি হবে বলে আশায় ছিলেন স্থানীয়রা। না আসার খবরে তারা হতাশাগ্রস্ত বলে তিনি জানান।

সর্বশেষ খবর