বুধবার, ১৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

অবিলম্বে পাটকল চিনিকল খুলে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বন্ধ করে দেওয়া রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, ‘পাটকল-চিনিকল বন্ধ করে শ্রমিকদের বেকার করে দেওয়া হচ্ছে। আমরা এই বাংলাদেশ চাইনি। দেশের সব চিনিকল-পাটকল খুলে দিতে হবে।’ পাটকল ও চিনিকল রক্ষার দাবিতে রাজশাহীতে শ্রমিকদের অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দিতে গিয়ে তিনি এই দাবি জানান। বাংলাদেশ আখচাষি ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুর পর্যন্ত রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচি পালিত হয়।

ফজলে হোসেন বাদশা সমাবেশে বলেন, ‘আজকে উন্নয়ন হচ্ছে, কিন্তু কল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে উন্নয়নের কি মূল্য আছে? যে পাটের জন্য বাংলাদেশ বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে, সেই পাটকল বন্ধ হয়ে গেল। আদমজী যখন বিএনপি সরকারের আমলে বন্ধ হয়, তখন আমরা অনেক কথা বলেছিলাম। প্রধানমন্ত্রীও অনেক কথা বলেছিলেন। কিন্তু আমরা ক্ষমতায় এসে সব পাটকল, চিনিকল এমনকি সুতাকলও বন্ধ করে দিচ্ছি। আজকে ১ কোটি মানুষ বেকার, নিঃস্ব^। মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে। কিন্তু দরিদ্র মানুষের কথা উচ্চারিত হচ্ছে না। আমি বলতে চাই- আমরা যারা মুক্তিযুদ্ধ করে এই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি, আমাদের মনে রাখা দরকার করোনাকালে যখন দেশে দরিদ্রের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে, তখন কলকারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে।’ অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি সিরাজুর রহমান খান। সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন, নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, নগর সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, যুবমৈত্রীর জেলার সভাপতি মনির উদ্দিন পান্না, নগর সভাপতি মনিরুজ্জামান মনির ও সাবেক ছাত্রনেতা সম্রাট রায়হান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর