বুধবার, ১৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

সিলেটে অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে জালালাবাদ গ্যাস

নিজস্ব প্রতিবেদক , সিলেট

উচ্চ চাপবিশিষ্ট লাইনের ওপর নির্মিত স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নিতে বার বার নোটিস দিয়ে আসছিল জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লিমিটেড। কিন্তু এতে কর্ণপাত করছিলেন না ভবন মালিকরা। গতকাল থেকে উচ্ছেদ অভিযানে নেমেছে জালালাবাদ গ্যাস। প্রথম দিন একটি চারতলা ভবনসহ দুটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া অভিযানকালে আরও দুটি স্থাপনার মালিক স্বেচ্ছায় তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। দুর্ঘটনা রোধে গ্যাস লাইনের ওপর থেকে স্থাপনা উচ্ছেদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক সুয়েব আহমদ মতিন।

জালালাবাদ গ্যাস সূত্র জানায়, নিয়ম অনুযায়ী উচ্চ চাপবিশিষ্ট গ্যাস লাইনের ওপরে বা উভয় পাশের ন্যূনতম ১০ ফুটের মধ্যে সব ধরনের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ। কিন্তু বিভিন্ন স্থানে এই নিয়ম না মেনে অনেকেই গড়ে তুলেছেন ছোট-বড় স্থাপনা। কেউ গড়েছেন বহুতল ভবন, আবার কেউ সীমানাপ্রাচীর দিয়ে দখল করে রেখেছেন জায়গা। জালালাবাদ গ্যাসের লাইনের ওপর ও সংরক্ষিত এলাকায় এরকম সহস্রাধিক স্থাপনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মধ্যে হরিপুর-দেবপুর-বালুচর-মালনীছড়া হয়ে কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু হাইটেক পার্কে যাওয়া উচ্চ চাপবিশিষ্ট গ্যাস লাইনের ওপর দেড় শতাধিক স্থাপনা রয়েছে। এসব স্থাপনা উচ্ছেদে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ কয়েকবার নোটিস দিয়েছে। গণমাধ্যমেও বিজ্ঞপ্তি দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর