শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

জিডিপিতে বিদ্যুৎ খাতের অবদান বেড়েছে ১৬.৩%

নিজস্ব প্রতিবেদক

দেশের জিডিপিতে ১১ বছরে বিদ্যুৎ খাতের অবদান বেড়েছে গড়ে ১৬ দশমিক ৩ শতাংশ হারে। তবে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও বিতরণ সংস্থাগুলোর আয়-ব্যয়ের হিসাবে গরমিল রয়ে গেছে। প্রশ্ন রয়েছে চাহিদা ও জোগানের তথ্যের বস্তুনিষ্ঠতা নিয়েও। গতকাল প্রস্তাবিত পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যান নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের এমন বিভিন্ন দিক তুলে ধরে গবেষণা সংস্থা সিপিডি।

সিপিডির ‘প্রপোজড্ পাওয়ার অ্যান্ড এনার্জি সিস্টেম মাস্টারপ্ল্যান পারস্পেকটিভ অন অ্যানালিটিক্যাল ফ্রেম, মেথোডোলজি অ্যান্ড ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস’ শীর্ষক গবেষণায় আরও বলা হয়, প্রতি বছর দেশের জিডিপিতে বিদ্যুতের খাতভিত্তিক অবদান বেড়েছে গড়ে ১৬ দশমিক ৩ শতাংশ করে যা অন্যসব খাতের চেয়ে বেশি। ২০০৯ সালের শূন্য দশমিক ৯৫ শতাংশ থেকে বেড়ে ২০২০ সালে মোট জিডিপিতে এর অংশীদারি ১ দশমিক ৩ শতাংশ। এ ১১ বছরে প্রতি বছর বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ১৯ দশমিক ৩ শতাংশ করে। তবে এখনো রয়েছে নানা চ্যালঞ্জ ও হিসাবের গরমিল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।

সর্বশেষ খবর