শনিবার, ২০ মার্চ, ২০২১ ০০:০০ টা

খাল দখলে কাউন্সিলরশিপ থাকবে না

নিজস্ব প্রতিবেদক

খাল দখলে কাউন্সিলরশিপ থাকবে না

কোনো কাউন্সিলরের বিরুদ্ধে খাল দখল বা কোনো অপরাধ প্রমাণিত হলে তার কাউন্সিলরশিপ থাকবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের স্লুইচ গেট এলাকায় খিদিরখালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নতুন খনন করা খালের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, গত ১৬ মার্চ আমি এই জায়গায় এসে দেখি স্লুইচ গেট এলাকার ডানে ও বামে খিদির খাল থাকলেও মাঝখানে সংযোগ নেই। এটি ভরাট করে অবৈধভাবে একটি স্থাপনা নির্মাণ করা হয়েছে। দখলদাররা অত্যন্ত শক্তিশালী। গত মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য, ওয়ার্ড কাউন্সিলর, এলাকার জনসাধারণ এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে আমি অবৈধ স্থাপনাটি ভেঙে দিয়েছি। এখানে খালের স্বাভাবিক গতি নষ্ট করে দেওয়া হয়েছিল। আমাদের মানসিকতা বদলাতে হবে, অন্যথায় আমাকে এভাবে উচ্ছেদ অভিযান চালাতে হবে। এ ছাড়া যদি কোনো কাউন্সিলরের বিরুদ্ধে খাল দখল বা দখলের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার কাউন্সিলরশিপ বাতিল হয়ে যাবে। রাজউকসহ অন্যান্য সরকারি সংস্থাকে উদ্দেশ করে মেয়র বলেন, আপনাদের মানসিকতা পরিবর্তন করুন। শুধু প্লট বরাদ্দ দিলে হবে না। তারা একটার পর একটা প্লট বরাদ্দ দিয়ে দিচ্ছে অথচ কোনো ডাম্পিং ইয়ার্ড নেই। খালের ওপরও বরাদ্দ দিচ্ছে- বিষয়টি ভাবতে হবে। খাল উন্মুক্ত রাখতে হবে। সরকারি সব সংস্থার কাছে আমার অনুরোধ থাকবে কোনো কিছুর অনুমতি দেওয়ার আগে সিএস ম্যাপ, আরএস ম্যাপ, মহানগর জরিপ দেখুন, সরেজমিন পরিদর্শন করুন, তারপর চিন্তাভাবনা করুন বরাদ্দ দেবেন কি দেবেন না। হুট করে বরাদ্দ দিয়ে দেবেন আর জনগণের ভোগান্তি হবেথ- এটা অত্যন্ত কষ্টকর। মেয়র বলেন, দেখুন কীভাবে একটা রাস্তা সরু হয়ে গেছে। কীভাবে এই খালটা বন্ধ করে দিল!  আমি আমাদের কাউন্সিলর এবং প্রধান সম্পত্তি কর্মকর্তাকে বলেছি এই খালের শেষ ম্যাপ দেখে কতটুকু চওড়া সেটা নির্ণয় করতে হবে। দরকার হলে পাশের হাসপাতালের ওয়ালটিও ভাঙতে হবে। হাসপাতালের পরিচালক সম্মতি দিয়েছেন এবং সাধুবাদ জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর