শনিবার, ২০ মার্চ, ২০২১ ০০:০০ টা

সেই তিন ব্রিটিশ বাংলাদেশির নাগরিকত্ব ফেরত দিতে রায়

যুক্তরাজ্য প্রতিনিধি

তিন ব্রিটিশ বাংলাদেশি, যারা যুক্তরাজ্য ছেড়ে সিরিয়ায় আইএসে যোগ দিতে পালিয়ে গিয়েছিলেন বলে ধারণা করা হয়, তাদের বাতিল হওয়া ব্রিটিশ নাগরিকত্ব ফিরিয়ে দিতে আদালত নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার এক ট্রাইব্যুনাল তাদের বাতিল হওয়া নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই সংবাদটি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো।

নাগরিকত্ব বাতিল হওয়া নাগরিকদের পূর্ণ পরিচয় দেওয়া হয়নি, তবে সংবাদে এটা নিশ্চিত করা হয়েছে যে, তাদের যৌথ নাগরিকত্ব রয়েছে। মানে তারা ব্রিটিশ ও বাংলাদেশের নাগরিকত্ব বহন করেন।

আদালতে বিচারক মি. জাস্টিস চেম্বারলেইন বলেন, উল্লিখিত তিনজন প্রমাণ করেছেন যে, যখন তাদের নাগরিকত্ব বাতিল হয় তখন তাদের অন্য কোনো দেশের নাগরিকত্ব ছিল না।

বিচারক রায় ঘোষণার সময় আরও বলেন, সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন কাজ করতে পারে না যা একজনকে রাষ্ট্রহীন করে ফেলে। এই রায়ের ফলে তাদের নাগরিকত্ব ফেরত পাবে।

সর্বশেষ খবর