রবিবার, ২১ মার্চ, ২০২১ ০০:০০ টা

বালুভর্তি ট্রাকসহ ধসে পড়ল ব্রিজ

ফরিদপুর প্রতিনিধি

বালুভর্তি ট্রাকসহ ধসে পড়ল ব্রিজ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জুঙ্গুরদী বাসস্ট্যান্ড সংলগ্ন নগরকান্দা সদরের মধ্যবর্তী কুমার নদের ওপর স্থাপিত বেইলি ব্রিজটি ধসে পড়েছে। গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে ব্রিজটি ধসে পড়ার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিজটি ধসে পড়ার পর ফরিদপুরের সঙ্গে নগরকান্দা-মুকসেদপুরের যোগাযোগ বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধাওয়াপাড়া হতে বালিবাহী ১০ চাকার একটি ট্রাক (ফরিদপুর-ট-১১-০৩০৭) মুকসেদপুরে যাচ্ছিল। বেইলি ব্রিজে ওঠার পর অপর প্রান্তে যাওয়ার আগেই ট্রাকসহ বেইলি ব্রিজটি ধসে পড়ে। ফরিদপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বালুবাহী ট্রাকটি প্রায় ৩০ হতে ৩৫ টন ওজনের ছিল। ফলে অতিরিক্ত ভার বহন করতে না পেরে ব্রিজটি ধসে পড়েছে। আমরা বিকল্প পথে সড়ক  যোগাযোগ অব্যাহত রাখার পন্থা বের করার চেষ্টা করছি। নগরকান্দা থানার ওসি সেলিম রেজা বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি ছিল ১০ চাকার। ধাওয়াপাড়া হতে বালি নিয়ে আসা ট্রাকটি নির্ধারিত ওজনেরও কয়েকগুণ বেশি ওজনের ছিল। ট্রাকের চালককে আটক করতে পারিনি।

স্থানীয়রা জানান, ৮০’র দশকে নির্মিত ওই বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় ছিল। স্থানীয়রা  বেইলি ব্রিজটি ভেঙে নতুন একটি ব্রিজের দাবি জানিয়ে আসছিল। সম্প্রতি, সড়ক বিভাগ বেইলি ব্রিজটিতে জোড়াতালি দিয়ে আংশিক সংস্কার করে।

নগরকান্দার স্থানীয় সাংবাদিক মাহফুজুর রহমান জানান, ব্রিজটি নড়বড়ে থাকার কারণে সাতটনের অধিক যানবাহন চলাচল না করার একটি নোটিস টানিয়ে দেয় সড়ক বিভাগ। যদিও ব্রিজটি দিয়ে ৫ টনের যানবাহন চলাচলও ঝুঁকির মধ্যে ছিল। ব্রিজটির বিষয়ে স্থানীয়রা একাধিকবার মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষের টনক নড়েনি।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু বলেন, ব্রিজটি ধসে পড়ার খবর পেয়ে সড়ক বিভাগকে জানানো হয়েছে। একটি বিকল্প পথ গড়ে  তোলার জন্য তাদের অনুরোধ জানানো হয়েছে।

বর্তমানে স্থানীয় পথচারীরা বিভিন্ন প্রয়োজনে নগরকান্দা যাতায়াতে নৌকায় করে কুমার নদ পাড়ি দিচ্ছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনগুলো কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প পথ ব্যবহার করছে। দ্রুত সময়ের মধ্যে পুনরায় যোগাযোগের ব্যবস্থা গড়ে তোলা না হলে জনগণ ব্যাপক  ভোগান্তির সম্মুখীন হবে বলে জানান স্থানীয়রা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর