রবিবার, ২১ মার্চ, ২০২১ ০০:০০ টা

ধর্মীয় সম্প্রীতি ও শান্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ

-ওআইসি মহাসচিব

কূটনৈতিক প্রতিবেদক

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে ভিডিও বার্তায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিন বলেছেন, বর্তমানে বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি ও শান্তির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ৫৭টি মুসলিম দেশের জোটের এ মহাসচিব বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এবং জাতির পিতা ১৯৭৪ সালে ওআইসিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তখন থেকে বাংলাদেশ এ সংস্থার বিভিন্ন কর্মসূচিতে কার্যকরভাবে সম্পৃক্ত রয়েছে যা ইসলামিক সংহতির একটি উদাহরণ। দ্বিতীয় ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধুর যোগ দেওয়ার উদ্দেশ্য ছিল ইসলামিক দুনিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর