সোমবার, ২২ মার্চ, ২০২১ ০০:০০ টা
শোকসভা বন্ধ করল প্রশাসন

কাদের মির্জা হুঁশিয়ারি দিলেন, পরিণতি ভালো হবে না

নোয়াখালী প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদ্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ স্মরণে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ডাকা গতকালের শোকসভা স্থগিত করে দিয়েছে কোম্পানীগঞ্জ থানা প্রশাসন। এরপর কাদের মির্জা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘শোকসভা বন্ধের পরিণতি ভালো হবে না।’ তিনি আরও বলেন, ‘এটা কেন করা হয়েছে আমি বুঝি। নোয়াখালী-ফেনীর অপরাজনীতির হোতা ও কোম্পানীগঞ্জের জাসদের সভাপতি-সম্পাদক খিজির হায়াত-নুরনবীসহ অস্ত্রধারীদের আজকে প্রাধান্য দেওয়া হয়েছে। এটাই প্রমাণ করতে চেয়েছে প্রশাসন।’ এ সময় কাদের মির্জা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে বলেন, ‘আমাদের এক নেতা বলেছেন, কেউ যদি অধম হয়, আমরা কেন উত্তম হব না। নেতাজি এ বক্তব্য মানুষের জন্য, নিজের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়।’ তিনি বলেন, ‘আজকে এভাবে আমাকে খাটো করার জন্য দলের উচ্চপর্যায় থেকে নিম্ন পর্যন্ত, প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে নানা ষড়যন্ত্র চক্রান্ত চলছে।

বাংলাদেশে যখন যারা ক্ষমতায় আসে, কিছু কিছু লোক মনে করে এটা তাদের পারিবারিক সম্পত্তি। আজকের এ প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। এটার পরিণতি কিন্তু ভালো হবে না। যারা এ নির্দেশ দিয়েছেন, আপনিও এক দিন এ ধরনের নির্দেশে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, অপেক্ষা করুন।’

গতকাল নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুই বার লাইভে এসে তিনি এসব মন্তব্য করেন। এর আগে দুপুর ২টায় কাদের মির্জা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে একই অভিযোগ করেন।

এ বিষয়ে কাদের মির্জার ভাগনে ফখরুল ইসলাম রাহাত বলেন, ‘কাদের মির্জা আজ রাজনৈতিকভাবে কোম্পানীগঞ্জে দেউলিয়া হয়ে গেছেন। তিনি মওদুদের শোকসভার নামে নিজের রাজনৈতিক ফায়দা হাসিলের অপপ্রয়াস চালিয়েছেন।’

সর্বশেষ খবর