সোমবার, ২২ মার্চ, ২০২১ ০০:০০ টা

নাগরিক সেবা পেলে জনগণ কর দেবে

নিজস্ব প্রতিবেদক

নাগরিক সেবা পেলে জনগণ কর দেবে

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, নাগরিক সেবা নিশ্চিত করলে জনগণ কর পরিশোধে আরও বেশি আগ্রহী হবে। সেই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও জনবান্ধব হতে হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি মেয়র ড. সেলিনা হায়াৎ আইভী এবং গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জনগণ যদি বুঝতে পারে তারা ১ হাজার টাকা কর পরিশোধ করলে সরকার তাদেরকে ১০ হাজার টাকার সুযোগ-সুবিধা দিবে। তখন জনগণ নিজ ইচ্ছায় কর পরিশোধ করবে। কোনো জোর করার প্রয়োজন হবে না। জনগণকে আপনারা যে সেবা দিচ্ছেন বা দিবেন তা নিশ্চিতকরণের মাধ্যমে আশ্বস্ত করতে হবে। তবেই জনগণ সেবার বিনিময়ে কর পরিশোধ করবে। জনগণকে যদি সেবা নিশ্চিত করা হয়, তাহলে জনগণও কর পরিশোধ করবে। সিটি করপোরেশনগুলোকে নিজস্ব অর্থায়ানে স্বাবলম্বী হওয়ার জন্য নানামুখী কার্যক্রমের পাশাপাশি কর আদায়ে আরও বেশি ভূমিকা নেওয়ার জন্য মেয়রদের প্রতি আহ্বান জানিয়ে জনগণের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হতে সব জনপ্রতিনিধিদের পরামর্শ দেন তিনি।

সর্বশেষ খবর