মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

শাল্লায় হামলায় দোষীদের শাস্তি দাবি হেফাজতের

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনাকে ‘জঘন্য’ উল্লেখ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ দোষীদের শাস্তি দাবি করেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল সংবাদ সম্মেলনে বলা হয়, ওই ঘটনায় হেফাজতের সম্পৃক্ততা না থাকার বিষয়টি প্রমাণ হয়েছে। সংবাদ সম্মেলনে হেফাজতের মহাসচিব নূরুল ইসলাম, ঢাকা মহানগর হেফাজতের সভাপতি জুনায়েদ আল হাবীব, হেফাজতের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মামুনুল হক, আজিজুল হক ইসলামাবাদী উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে জুনায়েদ আল হাবীব বলেন, গত ১৭ মার্চ সকালে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর জঘন্য আক্রমণ হয়েছে। ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বসতভিটা। হেফাজত তাৎক্ষণিক এর নিন্দা জানিয়েছে এবং আজকের এই সংবাদ সম্মেলনে পুনরায় নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সর্বশেষ খবর