শিরোনাম
মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১ ০০:০০ টা
এক নজরে

প্রতি ওয়ার্ডেই হবে শরীরচর্চা কেন্দ্র : তাপস

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডেই ব্যায়ামাগারের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধু মিস্টার ঢাকা উন্মুক্ত বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ-২০২১’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেয়র এ ঘোষণা দেন। মেয়র তাপস বলেন, প্রতিটি ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ করছি, যেখানে ব্যায়ামাগারের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। প্রায় ৩০টি ওয়ার্ডে ব্যায়ামাগার আছে। আমরা সেগুলোতে আধুনিক সরঞ্জাম সংযোজন করতে যাচ্ছি।

আমরা ব্যায়ামাগারগুলোর পরিবেশও ভালো করার উদ্যোগ নেব।

আমি তরুণ সমাজকে আহ্বান জানাব, আপনারা আপনাদের ওয়ার্ডের সেই ব্যায়ামাগারগুলো ব্যবহার করবেন। এ সময় তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে ডিএসসিসির উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা উল্লেখ করে মেয়র বলেন, আমরা এরই মধ্যে আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি এবং তা সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্যায়ে আমরা ফুটবল ও ক্রিকেট দিয়ে তা আরম্ভ করেছি এবং ভবিষ্যতে আরও তিনটি খেলা এর সঙ্গে সম্পৃক্ত করতে চাই।

সর্বশেষ খবর