বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা
টু ক রো খ ব র

খুলনা ও বরিশালে মাস্কবিহীন পথচারীদের জরিমানা

প্রতিদিন ডেস্ক

করোনার সংক্রমণ থেকে রক্ষায় মাস্ক ব্যবহার নিয়ে কঠোর অবস্থানে সরকার। মাস্কবিহীন পথচারীদের জরিমানা করা হচ্ছে। তবে, অসচ্ছলদের শাস্তির পরিবর্তে বিনামূল্যে তাদের মধ্যে মাস্ক বিতরণ করছে প্রশাসন। আমাদের নিজস্ব প্রতিবেদকদের পাঠানো তথ্য। খুলনা : করোনা সংক্রমণ বাড়তে থাকায় গতকাল খুলনার ডাক বাংলা, সার্কিট হাউস মোড়, শিববাড়ি, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, নিউমার্কেট, খালিশপুর, দৌলতপুরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। একই সঙ্গে উপজেলায় নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে মাস্ক ব্যবহার না করার ১১৭টি মামলায় ৫০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বরিশাল : বরিশালে মাস্ক ব্যবহার না করায় ৬ পথচারীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিনামূল্যে মাস্ক বিতরণসহ মাস্ক পরতে জনগণকে উদ্বুদ্ধ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলামের নেতৃত্বে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর পোর্ট রোড ও বাজার রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পোর্ট রোড ও বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ৬জন ব্যক্তিকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

এ সময় জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং মাস্ক ব্যবহার না করার কুফল সম্পর্কে তাদের অবহিত করা হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর