সোমবার, ২৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

মহিউদ্দিন চৌধুরীর পথেই অগ্রসর হচ্ছি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মহিউদ্দিন চৌধুরীর পথেই অগ্রসর হচ্ছি

চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, এ বি এম মহিউদ্দিন চৌধুরী যে পথ দেখিয়ে গেছেন, সে পথেই অগ্রসর হচ্ছি আমরা। বাস্তবতার আলোকে করপোরেশনের নিজস্ব জমিতে ওয়ার্ড কার্যালয় প্রতিষ্ঠা ও পতিত খালি জমিতে আয়বর্ধক প্রকল্প গড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ এবং নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও সুন্দর করে সাজানোর উদ্যোগ নিয়েছি। ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করতে চট্টগ্রাম এলে গতকাল তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী কীভাবে চট্টগ্রাম সিটি করপোরেশনের নিজস্ব আয় বৃদ্ধি করেছিলেন সে-সম্পর্কে জানার আগ্রহ থেকেই মূলত চট্টগ্রামে আসা। মহিউদ্দিন চৌধুরীর কর্মপন্থা আমরাও কাজে লাগাতে চাই।

মেয়র রেজাউল বলেন, চসিকের নিজস্ব বিদ্যুৎ প্লান্ট গড়ার পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে একটা বিশাল অর্জন হবে আমাদের।

এ সময় সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহিদা বেগম পপি, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, বিজিএমইএ প্যানেল লিডার ফারুক হাসান, বিজিএমইএর সহসভাপতি শামীম এহসান, এস এম আবু তৈয়ব, নাসিরউদ্দীন চৌধুরী, হেলাল উদ্দীন চৌধুরী তুফানসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর