সোমবার, ২৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

হেফাজতের সঙ্গে জামায়াত-শিবির : এম এ আউয়াল

নিজস্ব প্রতিবেদক

ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের কর্মসূচিতে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামায়াত ও শিবিরের উগ্রপন্থিরা ঢুকে পড়েছে। এরা একাত্তর সালে দেশের স্বাধীনতা মেনে নেয়নি। স্বাধীনতার ৫০ বছর পরও এদের অবস্থানে পরিবর্তন আসেনি। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।

একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক অপশক্তি মোকাবিলার আহ্বান জানান তিনি। গতকাল এক বিবৃতিতে এম এ আউয়াল আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা আগমনকে কেন্দ্র করে সম্পূর্ণ পরিকল্পিতভাবে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালানো হয়েছে।

থানা, রেলস্টেশনে চালানো হয়েছে জঙ্গিবাদী নাশকতা। ধ্বংস করা হয়েছে সাধারণ জনগণের সম্পদ। হরতালেও দেশের বিভিন্ন স্থানে রেলস্টেশন, সংস্কৃতিকেন্দ্রসহ মানুষের সম্পদ নষ্ট করেছে হেফাজত।

সর্বশেষ খবর