বুধবার, ৩১ মার্চ, ২০২১ ০০:০০ টা

কুমিল্লার ৩২টি পুরাকীর্তির আলোকচিত্র প্রদর্শনী

কুমিল্লা প্রতিনিধি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার প্রত্নস্থলসমূহের পরিচিতি বৃদ্ধি করতে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে শালবন বৌদ্ধবিহার ছাড়াও কুমিল্লার সংরক্ষিত আরও ৩২টি পুরাকীর্তির ছবি স্থান পেয়েছে। ৩১ মার্চ পর্যন্ত এই প্রদর্শনী চলবে। ২৫ মার্চ এটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।  প্রদর্শনীতে স্থান পায় লাকসাম নওয়াব ফয়জুন্নেছার জমিদার বাড়ি, সদর উপজেলার সতের রতœ মন্দির, লালমাই উপজেলার চন্ডীমুড়া মন্দির প্রভৃতি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর