বুধবার, ৩১ মার্চ, ২০২১ ০০:০০ টা

সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলামের কর্মীদের কাছে রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে সাংবাদিক লাঞ্ছিত ও গণমাধ্যমের গাড়ি ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। গতকাল এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করে ক্যামেরা ও গাড়ি ভেঙে স্বাধীন সংবাদ প্রবাহে মনস্তাত্ত্বিকভাবে ভীতি ও চাপ সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।

তারা বলেন, চোখ রাঙিয়ে কিংবা শাসিয়ে সাংবাদিক সমাজকে বিভ্রান্ত করা যাবে না। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান নেতারা।

১ এপ্রিল সমাবেশ :

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আগামী ১ এপ্রিল দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর