বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

গার্মেন্ট শ্রমিক হত্যায় প্রেমিকের ফাঁসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টকর্মী আমিনুল ইসলাম কালু হত্যা মামলায় নিহতের স্ত্রীর পরকীয়া মৃত্যুদন্ড ও অর্থদন্ড দিয়েছে আদালত। গতকাল স্ত্রীসহ ৩জনকে যাবজ্জীবনসহ পৃথক ধারায় কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন দন্ডিত চার আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। দন্ডিতরা হলো, নিহত আমিনুল ইসলাম কালুর স্ত্রী রিক্তা বেগম (২৭), পরকীয়া প্রেমিক রেজাউল করিম পলাশ (৩০), খুনের সহযোগী আতিকুল ইসলাম আতিক (২৭) ও মিজানুর রহমান (২৪)।

রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করে আদালতের পাবলিক প্রশিকিউটর জাসমীন আহমেদ জানান, রায়ে পলাশকে ৩০২/৩৪ ধারায় মৃত্যুদন্ডসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে এবং ২০১ ধারায় ৩ বছরের সশ্রম কারাদন্ডসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেছেন। রিক্তা বেগমসহ ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ ৩০ হাজার টাকা করে প্রত্যেককে অর্থদন্ড করা হয়েছে। অর্থ অনাদায়ে আরো ২ বছর করে সশ্রম কারাদন্ডের রায় ঘোষইা করা হয়েছে। এ  ছাড়াও দন্ডিত এ তিন আসামিকে ২০১ ধারায় আরও ৩ বছর করে সশ্রম কারাদন্ডসহ ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ২ মাস করে সশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর