বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ডুবে যাওয়া কার্গোর উদ্ধারকাজ শুরু হয়নি

বাগেরহাট প্রতিনিধি

মোংলা বন্দরের পশুর নদীতে প্রায় ৪০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যাওয়া লাইটার কার্গো জাহাজ এমভি ইফসিয়া মাহিনের উদ্ধার কাজ গতকালও শুরু হয়নি। এ ছাড়া ডুবে যাওয়া জাহাজের ঘটনাস্থলে মার্কিং স্থাপনের কাজও শুরু হয়নি। ফলে ওই নৌপথ দিয়ে অভ্যন্তরীণ ছোট-বড় বিভিন্ন ধরনের নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, মূল চ্যানেল থেকে প্রায় ২৫০ মিটার দূরে পশ্চিম দিকে কার্গো জাহাজটি ডুবেছে। ফলে বন্দর চ্যানেল পুরোপুরি নিরাপদ রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর