বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফের টেলিমেডিসিন সেবা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবারও টেলিমেডিসিন সেবা চালু হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এই সেবা চালু করেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই সেবা নিতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাম্মী আরা নিপার এবং ডা. তানজীন হোসেনের সঙ্গে যোগাযোগ করে বিনামূল্যে এই সেবা নেওয়া যাবে।

গত বছরের মার্চে করোনা সংক্রমণের সময়ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এই টেলিমেডিসিন সেবা চালু করা হয়। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর