বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
টু ক রো খ ব র

এখনই ঠেকাতে না পারলে নিয়ন্ত্রণ সম্ভব নয় : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত এক মাস আগে আক্রান্তের হার ছিল মাত্র ২ শতাংশ। এখন এটি প্রায় ২০ শতাংশে চলে গেছে। এখন দিনে ৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। এখনই করোনা নিয়ন্ত্রণ করতে না পারলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। গতকাল বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন। তিনি আরও বলেন, সরকারিভাবে আগামী কয়েক দিনের মধ্যেই প্রায় আড়াই হাজার বেড বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ৪০টি নতুন আইসিইউ বেড স্থাপন করা হচ্ছে। কিন্তু প্রতিদিন যদি ৫০০-১০০০ রোগী হাসপাতালে ভর্তি হতে থাকে তাহলে গোটা ঢাকা শহরকে হাসপাতাল করে ফেললেও রোগী রাখার জায়গা দেওয়া যাবে না। এর জন্য যা করার এখনই করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর