শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগ

প্রাধান্য পেতে পারেন ত্যাগীরা

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

দীর্ঘ ২০ বছর পর হতে যাচ্ছে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। ১১ এপ্রিল মহানগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের উপস্থিতিতে এ সম্মেলন হবে। নির্ভরযোগ্য সূত্রগুলোর মতে এবার দলের জন্য নিবেদিত ও ত্যাগী অনেক সাবেক নেতা নতুন কমিটিতে প্রাধান্য পেতে পারেন। এরই মধ্যে পছন্দের পদ পেতে প্রত্যাশীরা নানা প্রচেষ্টা চালাচ্ছেন। নেতৃত্ব পাওয়ার ক্ষেত্রে আলোচনায় আছেন স্বেচ্ছাসেবক লীগের আহ্‌বায়ক কমিটির সদস্য আবুল হাসনাত বেলাল, দেবাশীষ পাল দেবু, জাবেদুল আলম, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক নেতা হেলাল উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ইলিয়াছ উদ্দিন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য দেবাশীষ আচার্য্য, মিনহাজুল আবেদীন সায়েম, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ নেতা আজিজুর রহমান, অ্যাডভোকেট তসলিম উদ্দিন, ফয়সাল বাপ্পী, আবু সাইয়েদ সুমনসহ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতারা। নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্‌বায়ক অ্যাডভোকেট এইচ এম জিয়াউদ্দিন বলেন, ‘সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করেছি। তারাও মুখিয়ে আছেন নতুন কমিটির জন্য। সম্মেলন কীভাবে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করা যায় তার যাবতীয় কাজ অব্যাহত আছে।’

উল্লেখ্য, চট্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগের আহ্‌বায়ক কমিটি গঠন হয় ২০০১ সালের সেপ্টেম্বরে। তারপর আর হয়নি সম্মেলন, হয়নি পূর্ণাঙ্গ কমিটিও।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর